মিরপুর ইসিবি চত্বরে আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী শান্ত হাসান প্রাইভেট কারের চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাইভেট কারটি একটি মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় নিহত শিক্ষার্থী শান্ত হাত উচু করে গাড়িটিকে থামার জন্য বললে তাকেও চাপা দেয় গাড়িটি।
স্হানীয়রা শিক্ষার্থী শান্তকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় পথেই তার মৃত্যু হয়।
এদিকে প্রাইভেট কারে চাপা দিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষার্থীরা জানান, আগামীকাল সকাল ১০ টার মধ্যে উক্ত চালককে গ্রেফতার করা না হলে একই স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে
ট্রুনিউজ ২৪/সুয়াইব হুসাইন